Header Ads

১৯৮৮ সালের বন্যায় ঢাকার কিছু দুর্লভ ছবি

১৯৮৮-র বন্যা ছিলো বাংলাদেশে সংঘটিত প্রলংকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। আগস্ট-সেপ্টেম্বর মাস জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় ৬০% এলাকা ডুবে যায় এবং স্থানভেদে এই বন্যাটি ১৫ থেকে ২০ দিন পর্যন্ত স্থায়ী ছিলো। এটি ছিলো এদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয়-ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ[২] এবং বিশ্বব্যাপী গণ-মাধ্যমেও সেই সময় এই দুর্যোগটি সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়।
এই প্রলংকারী বন্যাটি সংগঠিত হওয়ার মূল কারণ ছিলো সারা দেশে প্রচুর বৃষ্টিপাত[৩][৪] এবং একই সময়ে (মাত্র তিন দিনে) দেশের তিনটি প্রধান নদীর পানি প্রবাহ একই সময় ঘটায়[১] নদীর বহন ক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহিত হয়।এই বন্যায় বাংলাদেশের প্রায় ৮২,০০০ বর্গ কিমি (সমগ্র দেশের ৬০% এরও অধিক) এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

এ বন্যা ঢাকার অধিকাংশ এলাকা ডুবেযায়। তেমনি কিছু দুর্লভ ছবি ফ্রেমে বন্ধি করেন আব্দুর রউফ, যিনি ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা ছিলেন, এখনও আছেন।


1/ঢাকার প্রানকেন্ত্র মতিঝিল, যাকে ব্যাংক পৰ বলা হয়, প্রতিটি ব্যাংকের প্রধান শাখা মতিঝিলে রয়েছে। ১৯৮৮ সালে বন্যায় মতিঝিল 
2/বাংলাদেশ ব্যাংকের সাম্বা বন্যার পানি 


                             

3/মাধুমিতা হল। ১৯৮৮সালের বন্যার হলের সামনে হাটু সমান পানি 


4/আদমজী কেন্টারমেন্ট কলেজের এক শিক্ষার্থীর ছবি। ১৯৮৮ সালে হাটু সমান পানিতে নেমে বন্যার অবস্থা জানান দিচ্ছেন 


5/কোরবিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশেই এই স্কুল, বন্যার পানি জমায় স্কুলের বিদ্যা কার্যকম বন্ধ হয়ে যায় 


6/ঢাকা মেট্রো পুলিশ বাক্স।নটরডেম কলেজের সামনে থেকে এই ছবিটি তোলা হয়েছে 


7/পানি উন্নয়ন বোর্ড ঢাকা।পানি উন্নয়ন বোর্ড বন্যার পানিতে তলিয়ে যায়,


8/মোতিঝুল আইডিয়াল স্কুল,১৯৮৮সালের বন্যার পানিতে শিক্ষা কার্যকম বন্ধ যায় 


9/জনতা ব্যাংক, মতিঝিল।ব্যাংককের মেইন ফটকের সামনে হাটু হোমান পানি


10/বাসাপো মাঠ, গলা সমান পানির নিচে মাঠ 





11/নটরডেম কলেজের মাইন্ ফোটোক, কোমর সমান পানির নিচে প্রধান রাস্তা 


12/ঢাকা টু নারায়ণগঞ্জ রেললাইন, বুড়িগঙ্গা নদীর বাঁধের পাশে এই রেইল লাইন,


13/মতিঝিল কলোনি, ১৯৮৮সালের সকল গুরুত্ব পূর্ণ এলাকা ডুবে যায় 



14/বুড়িগঙ্গা নদীর ওপার, জায়গার নাম সম্পূর্ণ ভাবে মনে করতে পারেন নি যিনি ছবিটি তুলেছেন। হতে পারে হাসনাবাদ,


15/DND বাঁধ, বাঁধটি পাগলা,নারায়ণগঞ্জ থেকে ধোলাইপার  হয়ে বাবু বাজার পর্যন্ত, বন্যার পানি বাঁধের উপর দিয়ে উপচে পড়ছে 










বিশেষ কৃতজ্ঞতা যিনি ছবি গুলো ফ্রেমে বন্ধি করেছিলেন। জনাব আব্দুর রউফ  
পোস্টটি shure করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করেদিন।




No comments

Powered by Blogger.