Header Ads

Google earth তে খুঁজে পাওয়া ১০টি বিস্ময়কর ছবি

Google earth তে খুঁজে পাওয়া ১০টি বিস্ময়কর ছবি



গুগল আর্থ একটি ভার্চুয়াল গ্লোব, মানচিত্র ও ভৌগলিক তথ্য প্রোগ্রাম। এটি স্যাটেলাইট ইমেজ দ্বারা পৃথিবীকে ম্যাপ করে থাকে।গুগল আর্থ এর চিত্র ভান্ডার থেকে ১০ shocking বিচিত্র ছবি তুলে ধরা হলো।

১/ এয়ারক্যাফট বনিয়ার্ড বা বিমানের কবরস্থান নামে খেত জায়গাটি আমিরিকার আরিজোনার মরুভূমিতে অবস্থিত।এটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্যাফট বনিয়ার্ড।  এই বনিয়ার্ড বা বিমানের কবরস্থানে প্রায় ৪৪০০ অধিক বিমান অকেজ অবস্থায় পরে আছে। বিচিত্র চিত্র গুলো দেখতে ডিসক্রিপশন থেকে কোর্ড কপি করে গুগল আর্থে পেস্ট  করুন।  
বিমানের কবরস্থান 32 08’59.96″ N, 110 50’09.03″W
২/রহস্যময় ডেজার্ট প্যাটার্ন : The Desert Breath যাকে মরুভূমির দম বলা হয় , যেটি লোহিত সাগরের উপকূলে মিশরীয় মরুভূমিতে হুর্গাধার কাছাকাছি অবস্থিত, এইটি কে ডাবল সর্পিল ভূমি শিল্পের নাম অভিহিত করা হয়। অদ্ভুত নকশা গুলো কোনো এলিয়েনের তৈরী নয় মূলত এই নকশা মানুষ দ্বারা সৃষ্ট। 
The Desert Breath 27°22’50.10″N, 33°37’54.62″E
৩/"ফ্লোটিং ফরেস্ট" বা "ভাসমান বন">এসএস এরিফিল্ড জাহাজটি "ফ্লোটিং ফরেস্ট" বা "ভাসমান বন"  নামে পরিচিত ,সিডনির পশ্চিমে হোমবাশ উপকূলে এসএস এরিফিল্ড নিষ্কাশিত জাহাজের মধ্যে অন্যতম। 1,140-টন ইস্পাত বিশিষ্ট জাহাজটি 1911 সালে নির্মিত হয়েছিল এবং 1912 সালে সিডনি জাহাজটি কে বাষ্প collier হিসাবে নিবন্ধিত করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান সৈন্য সরবরাহ জন্য ব্যবহৃত হয়.।অবশেষে ১৯৭২ সালে এসএস এরিফিল্ড অবসর গ্রহণ করেন, জাহাজটি মংরুজ গাছের মহিমাময় দৃশ্যে উপস্থিতি দর্শকদের আকর্ষণ করে।
ভাসমান বন -33.836379, 151.080506
৪/ উপরে থেকে দেখতে একটি মুখ মনে হলেও, কিন্তু এ গঠন সম্পূর্ণরূপে প্রাকৃতিক। ছবিটি তোলা হয়েছে কানাডার আলবার্টা থেকে।অনুর্বর জমির কাদামাটি ক্ষয়প্রাপ্ত হয়ে "মুখের অবয়ব তৈরী হয়েছে । অনেকেই দেখে বলে থাকে কোন ব্যক্তি হেডফোন পরা অবস্থায় রয়েছেন ,উপর থেকে দেখতে হেডফোনের মত মনে হলেও এটি  নিছক একটি রাস্তা।
50° 0’38.20″N 110° 6’48.32″W
৫/ প্রায় 300 মিলিয়ন বছর আগে প্রাচীন মহাসাগর শুকিয়ে আমিরিকার কলোরিডা গঠিত হয়।পৃথিবীর সবচেয়ে বেশি পটাসিয়াম মজুদ রয়েছে আমিরিকার মোয়াব উতাহ কলোরিডায়, যার পরিমান ২বিলিয়ন টন. পটাসিয়ামেরে পুকুরটি উপর থেকে দেখতে মরুভুলির মধ্যে নীলাবো দেখায় ।বিচিত্র চিত্র গুলো দেখতে ডিসক্রিপশন থেকে কোর্ড কপি করে গুগল আর্থে পেস্ট  করুন, 
পটাসিয়ামেরে পুকুর 38°29’0.16″N 109°40’52.80″W
৬/সত্যি কি এলিয়ান দ্বারা এই নকশা তৈরী হয়েছে।জা নিয়ে মানুষের কৌতুহলের অন্তনেই। এমনি কিছু অদ্ভুত নকশা যা মানুষকে বিচলিত করে তুলে। মনের ভিতর আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরী হয়, এমনি কিছু নকশা যুক্ত ছবি গুগল প্রকাশ করেছে।
অদ্ভুত নকশা 37.401573, -116.867808
৭/ 2007 সালে যখন ইরাক শহরের বাহিরে রক্ত লাল হ্রদটি খুঁজে পাওয়া যায় তখন ইন্টারনেটে উত্তেজোনা ছড়িয়ে পরে।রক্ত লাল হ্রদ আসলে কি থেকে হতে পারে ,তার ব্যাখ্যা Google মানচিত্র সম্পূর্ণরূপে করতে পারেনি, কিন্তু কিছু বিষয় আছে যা এখনও রহস্যময়।তবে অনেকের অনুমান কসাইখানা থেকে চলমান রক্তের কারণে হতে অথবা পরিবেশ দূষনেই কারণেও হতে পারে।যার সঠিক ব্যাখ্যা আজও মিলে নি 
রক্ত লাল হ্রদ
৮/ খুন্ করা অবস্থায় ছবিটি গুগল ইমেজ ধরা পরে, ইন্টারনেট ব্যবহারকারীরা লক্ষ্য করলো যে রক্ত মাখা পথটিনেদারল্যান্ডের আলমেই শহরের এরিয়াল পার্কের ছবি।২013 সালে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ছবিটি পোস্ট করা পর হত্যাকাণ্ডটি তদন্তের সম্মুখীন হয়।
Arial Park in Almere City, Netherlands
৯/Google মানচিত্র ইতিহাসের অংশ হতে কিছু মানুষ  নিজেকে উস্থাপন করতে সুযোগ গ্রহণ করেছিল।২014 সালে গুগল স্ট্রিট ভিউ স্কোয়াশ মেকানিক্সের সময়ে ২জন ব্যক্তি খুনের ভান করে রাস্তায় পরে থাকে । সৌভাগ্যবশত পুলিশ ব্যাপারটি fun হিসেবে নিয়েছিল।নয়তো বা জেলে গিয়ে ১৪ শিক গুনতে হত 
পাম সিটি

১০/পাম সিটি :
পাম দ্বীপপুঞ্জ দুবাই, সংযুক্ত আরব আমিরাত এর উপকূলে তিনটি কৃত্রিম দ্বীপ, পাম দায়রা , পাম জুমাইরা এবং পাম জেবেল আলী । দ্বীপ সৃষ্টি কাজ 2001 সালে শুরু হয় এবং নভেম্বর 2014 সালে শুধুমাত্র পাম দুবাইরা সম্পন্ন।

No comments

Powered by Blogger.