দাজ্জালের নামকরণ ।Dajjal | দাজ্জাল পর্ব-১
দাজ্জাল পর্ব-২ পড়তে লিংকে ক্লিক করুন
● কে এই দাজ্জাল?
সে আদম সন্তানেরই একজন। মুমিনদের পরীক্ষার জন্য আল্লাহ্ পাক তাকে অলৌকিক কিছু বৈশিষ্ট্য দেবেন। তার দৈহিক ও চরিত্রগত গুণাবলি বর্ণনা করে নবী করীম (সা:) স্বীয় উম্মতকে তার থেকে বেঁচে থাকার আদেশ করেছেন।
সে আদম সন্তানেরই একজন। মুমিনদের পরীক্ষার জন্য আল্লাহ্ পাক তাকে অলৌকিক কিছু বৈশিষ্ট্য দেবেন। তার দৈহিক ও চরিত্রগত গুণাবলি বর্ণনা করে নবী করীম (সা:) স্বীয় উম্মতকে তার থেকে বেঁচে থাকার আদেশ করেছেন।
● দাজ্জাল সম্পর্কে আমাদের বলতে হবে, কারন?
জ্ঞানই উত্তরণের একমত পথ। ফেতনা গ্রাস করে ফেলবে- এই ভয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান (রা:) সবসময় নবীজীর কাছে অনিষ্টকর ফেতনার ব্যাপারে জিজ্ঞাস করতেন।
দাজ্জালের ফেতনাটি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ফেতনা। সকল নবী রাসূল স্ব স্ব উম্মতকে তার ব্যাপারে সতর্ক করতেন। শেষ নবী মুহাম্মদ মুস্তফা (সা:) তার ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়ে উম্মতকে বারংবার সতর্ক করে গেছেন।
সুতরাং দাজ্জালের বৈশিষ্ট্য, ফেতনা ও বাঁচার উপায় জানা থাকলেই আল্লাহ্ পাক আপনাকে আমাকে সকলকে তার অনিষ্টতা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ্।
জ্ঞানই উত্তরণের একমত পথ। ফেতনা গ্রাস করে ফেলবে- এই ভয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান (রা:) সবসময় নবীজীর কাছে অনিষ্টকর ফেতনার ব্যাপারে জিজ্ঞাস করতেন।
দাজ্জালের ফেতনাটি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ফেতনা। সকল নবী রাসূল স্ব স্ব উম্মতকে তার ব্যাপারে সতর্ক করতেন। শেষ নবী মুহাম্মদ মুস্তফা (সা:) তার ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়ে উম্মতকে বারংবার সতর্ক করে গেছেন।
সুতরাং দাজ্জালের বৈশিষ্ট্য, ফেতনা ও বাঁচার উপায় জানা থাকলেই আল্লাহ্ পাক আপনাকে আমাকে সকলকে তার অনিষ্টতা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ্।
● “মাছীহুদ দাজ্জাল” নামকরণ:
আরবী মাছী ( مسيح ) শব্দের অর্থ হল – বিকৃত করে দেয়া হয়েছে, মোছে দেয়া হয়েছে এমন। তার বাম চক্ষুটি বিকৃত ও মোছিত হবে। কানা, সবকিছু একচোখে দেখবে।
আরবী মাছী ( مسيح ) শব্দের অর্থ হল – বিকৃত করে দেয়া হয়েছে, মোছে দেয়া হয়েছে এমন। তার বাম চক্ষুটি বিকৃত ও মোছিত হবে। কানা, সবকিছু একচোখে দেখবে।
অনেকে বলেছেন যে, সঠিক শব্দটি আসলে “মিছছীহ” বা “মিছছীখ”।
আরবীতে مسح শব্দটির আরেকটি অর্থ হচ্ছে- ঘুরেফিরা করা, ভ্রমণ করা। এ হিসেবে অনেকেই বলেছেন যে, দাজ্জাল যেহেতু সারাবিশ্ব ভ্রমণ করবে, তাই তাকে মাছীহ (অতি ভ্রমণকারী) বলা হয়ে থাকে।
আরবীতে مسح শব্দটির আরেকটি অর্থ হচ্ছে- ঘুরেফিরা করা, ভ্রমণ করা। এ হিসেবে অনেকেই বলেছেন যে, দাজ্জাল যেহেতু সারাবিশ্ব ভ্রমণ করবে, তাই তাকে মাছীহ (অতি ভ্রমণকারী) বলা হয়ে থাকে।
কেউ কেউ বলেছেন যে, তার চেহারার এক পার্শ্ব ভ্রু ও চক্ষু-বিহীন হবে।
অপরদিকে দাজ্জাল এসেছে আরবী শব্দ দাজাল থেকে ( دجل ) থেকে। যার অর্থ- সত্য ঢেকে দেয়া, ছদ্ম আবরণে লুকিয়ে রাখা, প্রতারিত করা, মিথ্যা বলা ইত্যাদি। দাজ্জাল শব্দের প্রসিদ্ধ অর্থ হচ্ছে মহা-মিথ্যুক।
● দাজ্জাল কিসের দাবী করবে?
মহা-দুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, “আমি হচ্ছি সমগ্র জগতের পালনকর্তা। হে লোকসকল! তোমরা আমার প্রতি ঈমান আন! আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। নবী করীম (সা:) বলেছেন, “স্মরণ রেখো! দাজ্জাল কিন্তু একচোখে কানা হবে। আর তোমাদের প্রকৃত পালনকর্তা কানা নন!! [বুখারী]
মহা-দুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, “আমি হচ্ছি সমগ্র জগতের পালনকর্তা। হে লোকসকল! তোমরা আমার প্রতি ঈমান আন! আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। নবী করীম (সা:) বলেছেন, “স্মরণ রেখো! দাজ্জাল কিন্তু একচোখে কানা হবে। আর তোমাদের প্রকৃত পালনকর্তা কানা নন!! [বুখারী]
No comments