Header Ads

দাজ্জাল যে দ্বীপে রয়েছে | dajjal | দাজ্জাল পর্ব-৩

দাজ্জাল পর্ব-পড়তে লিংকে ক্লিক করুন 

দাজ্জাল পর্ব-২ পড়তে লিংকে ক্লিক করুন 


আবু সাঈদ (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন- একদা আমরা হজ্জ বা ওমরা পালনে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলাম। সাথে ইবনে সাইয়াদও ছিল। পথিমধ্যে আমরা একস্থানে বিশ্রামের জন্যে অবতরণ করলাম। সাথীরা বিভিন্ন প্রয়োজনে দূরে চলে গেল। আমি এবং ইবনে সাইয়াদ শুধু রয়ে গেলাম। সে যেহেতু সন্দেজনক, তাই মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে তার মালপত্র আমার মালপত্রের সাথে এনে রাখল। আমি বললাম- প্রচ- গরম পড়ছে, তাই একসাথে রাখার চেয়ে আলাদা রাখাই ভাল। ওই বৃক্ষের নীচে যদি রাখতে..!! 


ইবনে সাইয়াদ মালপত্র নিয়ে দূরের বৃক্ষের নীচে চলে গেল। কিছুক্ষণ পর বকরীর দুধের ব্যবস্থা হলে একটি পাত্রে দুধ ভর্তি করে সে আমার জন্যে নিয়ে এলো। বলল- পান কর হে আবু সাঈদ! বললাম, এমনিতেই প্রচ- গরম, তার ওপর দুধ পান করলে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে (কোন মতেই আমি তার হাতের দুধ পান করতে চাচ্ছিলাম না)।

তখন ইবনে সাইয়াদ বলতে লাগল- হে আবু সাঈদ! আমার ইচ্ছা হয় লম্বা একটা দড়ি গাছের সাথে ঝুলিয়ে নিজেকে ফাঁস দিয়ে দিই। মানুষের এই আচরণ আমার আর ভাল লাগে না!! হে আবু সাঈদ! তোমরাই (আনসার সম্প্রদায়) নবী করীম (সা.)-এর হাদীস সম্পর্কে বেশি অবগত। বিশেষ করে তুমি তো অনেক হাদীস জান!। বল তো- নবীজী কি বলে যাননি যে, তার (দাজ্জালের) কোন সন্তান হবে না!? অথচ মদীনায় আমি সন্তান রেখে এসেছি! নবীজী কি বলেননি সে (দাজ্জাল) মক্কা-মদীনায় প্রবেশ করতে পারবে না!?? অথচ আমি মদীনা থেকে মক্কায় হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি!!


আবু সাঈদ বলেন, ইবনে সাইয়াদের এ ব্যথাভরা কথাগুলো শুনে আমি তাকে ক্ষমা-ই করে দিতে চেয়েছিলাম- এমন সময় সে বলতে লাগল- আল্লাহর কসম! অবশ্যই আমি দাজ্জালের জন্মস্থান এবং বর্তমানে সে কোথায় আছে, জানি!! আমি বললাম- কপাল পুড়–ক তোর!!” (মুসলিম)

দাজ্জালের দৈহিক গঠন :
* খাট এবং দুই নলার মাঝে যথেষ্ট দূরত্বের দরুন চলনে ত্রুটিযুক্ত।
* চুল অস্বাভাবিক কোঁকড়ানো এবং অগোছালো। * অত্যধিক ঘন কেশ বিশিষ্ট। * ফোলা আঙ্গুরের ন্যায় উত্থিত চোখ। বাম চোখ সম্পূর্ণ কানা।
* অস্বাভাবিক শুভ্র দেহবর্ণ। * প্রশস্ত কপাল। * দু‘চোখের মাঝামাঝিতে (কাফের) লেখা থাকবে, যা শিক্ষিত-অশিক্ষিত সকল মুমিনের দৃষ্টিগোচর হবে। * আঁটকুড়ে। এক কথায় দাজ্জাল খাট, বিশাল দেহ, বিশাল মাথা, উভয় চোখে ত্রুটিযুক্ত, ডান চোখটি ভাসমান আঙ্গুর সদৃশ (কানা), ঘন কোঁকড়ানো ও অগোছালো চুল, সাদা চামড়ার দেহ, দুই নলার মধ্যবর্তী স্থানে যথেষ্ট ফাঁক এবং দুই চোখের মাঝে (কাফের) লেখা বিশিষ্ট হবে।

চলবে ইনশাআল্লাহ...........

No comments

Powered by Blogger.