Header Ads

বছরের শ্রেষ্ঠ ১০টি দিন যা আল্লাহর কাছে অধিক প্রিয়

বছরের শ্রেষ্ঠ ১০টি দিন যা আল্লাহর কাছে অধিক প্রিয়


আল্লাহ তা‌‘আলা যখন কোনো কিছুর শপথ করেন তা কেবল তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই প্রমাণ করে। কারণ, মহা সত্তা শুধু মহা গুরুত্বপূর্ণ বিষয়েরই শপথ করেন।সূরা আল-ফাজর ১-২ আয়াতে  আল্লাহ তা‌‘আলা বলেন, ‘শপথ ভোরবেলার।শপথ দশ রাতের।’ এ আয়াতে ‘শপথ দশরাতের’ বলতে  যিলহজ মাসের প্রথম দশদিনের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সহ সকল মুফাসসিরের একই মত।

আল্লাহ তা‘আলা দয়ালু। তাই তিনি আপন বান্দাদের তওবার করার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তাঁর নৈকট্য লাভ করুক।এ উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরে কিছু বরকতময় ও কল্যাণবাহী দিন রেখেছেন- যাতে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ মাসের এই প্রথম দশদিনকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন।

ইবন আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যার আমল যিলহজ মাসের এই দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদ করাও নয়? রাসূলুল্লাহ সা: বললেন, আল্লাহর পথে জিহাদও নয়। 
তবে যে ব্যক্তি তার জান-মাল নিয়ে আল্লাহর পথে যুদ্ধে বের হল এবং এর কোনো কিছু নিয়েই ফেরত এলো না (তার কথা ভিন্ন)(বুখারী-৯৬৯)

No comments

Powered by Blogger.