Header Ads

কেয়ামতের আলামত কাবা ঘর ধ্বংস করে গুপ্ত ভান্ডার লুট

1/ কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ" ছোট ছোট গোছা বিশিষ্ট আবিসিনিয়ার এক ব্যক্তি আল্লাহ তাঁআলার ঘরকে(কাবা) ধ্বংস করবে। "(সহীহ মুসলিম, হাদীস সংখ্যা : ৭০৪৩ )

2/ আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ " যতদিন পর্যন্ত ইথিওপীয়রা তোমাদের ত্যাগ করবে, তোমরাও তাদের ত্যাগ করো, কেননা ইথিয়পীয় ছোট গোছাধারী এক ব্যক্তি ব্যতীত কেউ কা‘বার ভান্ডার লুণ্ঠন করবে না। "(সুনান আবূ দাউদ (তাহকিককৃত), অধ্যায়ঃ ৩২/ যুদ্ধ-সংঘর্ষ (كتاب الملاحم), হাদিস নম্বরঃ ৪৩০৯)



No comments

Powered by Blogger.